হেমন্তে - (Onindo ) অনিন্দ্য

(Onindo ) অনিন্দ্য

ক্ষুদ্র মনের আকুতির প্রকাশ

Post Top Ad

Your Ad Spot

শুক্রবার, ২৭ অক্টোবর, ২০১৭

হেমন্তে

আর ও কত ফুটে ওঠার ছিল, আরক্তিম, শিমুলের
ছদ্মবেশে
একরাশ জবার বাগান ঘেঁষে অন্তত, সে অভিমানে এখনো
মরুন দেশে যে কোনো লালের আভাটুকু নিজেরই মনে হয়...
এখানে, এত বেশি মৌর বেদনা -- শরীর পাএ উপচে পড়ে যায়
হতোদ্যম পিঁপড়েদের দেখে শকুনেরাই ছদ্মবেশে বলে ভ্রম হয়,
আর মনে হতে থাকে, গভীর কোনো অসংগতির দিকে চেয়ে
গাছে গাছে ফুলের বদলে ফুটে উঠেছে গণভবনে প্রজাপতি,
হয়তো এ হেমন্তেই, সাপের আশ্রয়ে হয়ে উঠবে
দূর পাহাড়ের মনোগ্রাহী ।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

রাজনীতির রাক্ষস

রাজ্যোন্নয়নের রীতিনীতি রাজনীতি, বাস্তবে বাংলাদেশে বড় বেদনাদায়ক! রাষ্ট্রের রক্ষায় রাজনীতি, নাকি নষ্টের নিয়মনীতি? কেবা কবে কষ্টের কথাগু...

Post Top Ad

Your Ad Spot