ভালোবাসায় ঋদ্ধ কর মন - (Onindo ) অনিন্দ্য

(Onindo ) অনিন্দ্য

ক্ষুদ্র মনের আকুতির প্রকাশ

Post Top Ad

Your Ad Spot

রবিবার, ২৯ অক্টোবর, ২০১৭

ভালোবাসায় ঋদ্ধ কর মন

দুঃখ বিলাসী মন, হারিয়েছিলো কখন,
বিষন্ন মন বুঝি হারিয়ে ছিলো জীবন!
অন্ধকার কোন গিরিখাদ করেছিলো গ্রাস,
জীবন জুড়ে ছিলো শুধুই ত্রাশ!
হারিয়ে যাওয়া আমার আমিকে,
খুঁজে নিয়েছি সেলফিতে!
নির্মেঘ আকাশ, শান্ত মন,
স্নিগ্ধ আকাশ! নির্মল বাতাস!
চারিদিকে আলোর বিচ্ছুরণ,
নিরন্তর ভালোবাসায় ঋদ্ধ কর মন!
হেমন্তের আকাশ এ রঙধনূর খেলা,
প্রাণে প্রাণে আনন্দের মেলা!
সব বিষন্নতাকে ছুঁড়ে ফেলো,
প্রাণে আনন্দের হিল্লোল আনো!
এসেছে সেই আলোকজ্জ্বল ক্ষণ,
যেন অপেক্ষায় ছিলো মন অনুক্ষণ!

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

রাজনীতির রাক্ষস

রাজ্যোন্নয়নের রীতিনীতি রাজনীতি, বাস্তবে বাংলাদেশে বড় বেদনাদায়ক! রাষ্ট্রের রক্ষায় রাজনীতি, নাকি নষ্টের নিয়মনীতি? কেবা কবে কষ্টের কথাগু...

Post Top Ad

Your Ad Spot