হিসেব - (Onindo ) অনিন্দ্য

(Onindo ) অনিন্দ্য

ক্ষুদ্র মনের আকুতির প্রকাশ

Post Top Ad

Your Ad Spot

রবিবার, ২৯ অক্টোবর, ২০১৭

হিসেব

জীবনের শেষে হিসেবের খাতা নিয়ে বসবোই, আর হিসেবের খাতায় আসবে বিয়োগফল এবং ফলাফল শূন্য,, এটা জেনেও জীবনটা বেহিসেবী কাটিয়ে দিচ্ছি,, প্রতি নিয়ত ভাবছি যোগফল তো হবেই আর সব অধরা বুঝি কাছে এসে আমায় ধরা দিবে।
জীবনের শুরুতেই যখন এই ভুল ধারনা নিয়ে শুরু হয়,তখন পুরো জীবনটা কেন ভুলে ভুলে ভরে যাবে না!!!
ক'জনই'বা ভাবি আমরা এই ছোট্ট জীবনকে নিয়ে?কি করে তাকে সাজাবো??কি করে জীবনের খাতার হিসেবটা মেলাব জিবনের শেষে??? আর এক বিশাল প্রাপ্তি/তৃপ্তির হাসি নিয়ে জীবনের শেষ নিঃশ্বাস ত্যাগ করব????

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

রাজনীতির রাক্ষস

রাজ্যোন্নয়নের রীতিনীতি রাজনীতি, বাস্তবে বাংলাদেশে বড় বেদনাদায়ক! রাষ্ট্রের রক্ষায় রাজনীতি, নাকি নষ্টের নিয়মনীতি? কেবা কবে কষ্টের কথাগু...

Post Top Ad

Your Ad Spot