জীবনের শেষে হিসেবের খাতা নিয়ে বসবোই, আর হিসেবের খাতায় আসবে বিয়োগফল এবং ফলাফল শূন্য,, এটা জেনেও জীবনটা বেহিসেবী কাটিয়ে দিচ্ছি,, প্রতি নিয়ত ভাবছি যোগফল তো হবেই আর সব অধরা বুঝি কাছে এসে আমায় ধরা দিবে।
জীবনের শুরুতেই যখন এই ভুল ধারনা নিয়ে শুরু হয়,তখন পুরো জীবনটা কেন ভুলে ভুলে ভরে যাবে না!!!
ক'জনই'বা ভাবি আমরা এই ছোট্ট জীবনকে নিয়ে?কি করে তাকে সাজাবো??কি করে জীবনের খাতার হিসেবটা মেলাব জিবনের শেষে??? আর এক বিশাল প্রাপ্তি/তৃপ্তির হাসি নিয়ে জীবনের শেষ নিঃশ্বাস ত্যাগ করব????
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন