মেঘাছন্ন আকাশের ভাষ্য অনুযায়ী,
বৃষ্টিরা অপেক্ষায় কার চোঁখে পানি?
বিষন্ন মনে ভেজা বারান্দায় দাঁড়িয়ে,
বাতাসের সাথে তোর কথা বলি!
বৃষ্টিরা অপেক্ষায় কার চোঁখে পানি?
বিষন্ন মনে ভেজা বারান্দায় দাঁড়িয়ে,
বাতাসের সাথে তোর কথা বলি!
নির্ঘুম রাত কাটে জোনাকির লুকোচুরি,
স্মৃতীর প্রেক্ষাগৃহে ভাসছে ফেলে আশা দিনগুলি!
ইচ্ছে ঘুড়িটা লাটাই হাতে সুতোহীন,
ব্যস্ততম জীবনে তাই তোর লুকোচুরি!
স্মৃতীর প্রেক্ষাগৃহে ভাসছে ফেলে আশা দিনগুলি!
ইচ্ছে ঘুড়িটা লাটাই হাতে সুতোহীন,
ব্যস্ততম জীবনে তাই তোর লুকোচুরি!
জীবনের রাস্তায় তুই ট্রায়াঙ্গেল এ তাই!
দ্বীধা ভরা মনে তুই সময়ের জ্বাল এ ফেঁসে;
কাছের মানুষ কে খোঁটা দিয়ে দিশ্ দুরে!
শেষ সময়ে রাগ করে নিজের চুল কেনো ছিড়িস নিজে ?
দ্বীধা ভরা মনে তুই সময়ের জ্বাল এ ফেঁসে;
কাছের মানুষ কে খোঁটা দিয়ে দিশ্ দুরে!
শেষ সময়ে রাগ করে নিজের চুল কেনো ছিড়িস নিজে ?
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন