হে ভীতু কাপুরুষ কেন তুমি ভয় পাও?
আছে তোমারও অন্যের যা আছে।
যাও তুমি সৎ সাহস নিয়ে এগিযে
মনে রেখ নও তুমি পরাধীন।
আছে তোমারও অন্যের যা আছে।
যাও তুমি সৎ সাহস নিয়ে এগিযে
মনে রেখ নও তুমি পরাধীন।
বল তুমি... "আছে আমরও অধিকার"
সৎ উদ্দীপ্ত সুপ্ত মনে
দৃঢ় হও তুমি মনের প্রেষণায়
আসবে সু-দিন নিশ্চয়।
সৎ উদ্দীপ্ত সুপ্ত মনে
দৃঢ় হও তুমি মনের প্রেষণায়
আসবে সু-দিন নিশ্চয়।
পারবে না করতে তোমার
যত সব নিন্দুকের দল।
নিন্দুক সে থাকবে ছায়ার মতো
থাকবে সে সাফল্যর পদতলে।
যত সব নিন্দুকের দল।
নিন্দুক সে থাকবে ছায়ার মতো
থাকবে সে সাফল্যর পদতলে।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন