আমার তুমি - (Onindo ) অনিন্দ্য

(Onindo ) অনিন্দ্য

ক্ষুদ্র মনের আকুতির প্রকাশ

Post Top Ad

Your Ad Spot

শুক্রবার, ২৭ অক্টোবর, ২০১৭

আমার তুমি

অনেক দিনের দেখা!
ছিলো না কোন পরিচয়,
কিভাবে যে কি হয়ে গেল!
বেঁধে নিলে কঠিন মায়ায়!
দেখতে দেখতে দিন,মাস
গড়িয়ে বহু বছর হলো।।
মনের পাতায়, মনের খাতায়
অনেক কিছু জমা হলো।
কত প্রীতি, কত স্মৃতি মনের গভীরে
হৃদয়পটে আজীবন রাখবো ধারণ করে!
সেই তুমি, এই তুমি এক তো নয়!
দিনে দিনে শরীর,মন ক্ষীণ হয়ে যায়!
কে রাখে কার খবর?
আপনজনেরা যে যার মতো রয়।
কেউ না থাকুক তোমার পাশে
কি হয়েছে তাতে ?
যাদের জন্য করলে এতো,,
তারা আজ দূরে কতো?
যে যার পথ খুঁজে নিয়েছে,
তোমাকেও তাই ভুলে গেছে!
করো না দুঃখ,কর না হতাশা
ফেলো না চোখের জল!
অপাত্রে করেছিলে দান,
আজ তাই কাঁদছে তোমার প্রাণ?
কেউ না থাকুক তোমার পাশে,
কি হয়েছে তাতে?
আমি তো আছি,
তাতে কি সন্দেহ আছে?

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

রাজনীতির রাক্ষস

রাজ্যোন্নয়নের রীতিনীতি রাজনীতি, বাস্তবে বাংলাদেশে বড় বেদনাদায়ক! রাষ্ট্রের রক্ষায় রাজনীতি, নাকি নষ্টের নিয়মনীতি? কেবা কবে কষ্টের কথাগু...

Post Top Ad

Your Ad Spot