মম মনুষ্য হইয়া ঠেকিয়াছি মন নামী এক কায়ার কাছে;
তাই তো অমাবশ্যায় তাহারে দেখিতে পাই দুর আকাশে সীমান্ত পানে!
মম চাহিয়াও ভুলিতে না পাই তাহারে ভুলিতে;
যদিও বা সে আছে মোরে ভুল বুঝে!!
মম চাহিয়াও ভুলিতে না পাই তাহারে ভুলিতে;
যদিও বা সে আছে মোরে ভুল বুঝে!!
মম প্রকাশ করি মোর মোনো ব্যাথা!
শুনিতে শব্দ কিন্তু রক্তে রাঙ্গানো তাহা প্রত্যেক ছন্দে;
মম অশ্রুসজল নয়নে ভাসি প্রতীক্ষায় তাহার;
সে নামে না তো পর্বত থেকে সমুদ্র তটে?
শুনিতে শব্দ কিন্তু রক্তে রাঙ্গানো তাহা প্রত্যেক ছন্দে;
মম অশ্রুসজল নয়নে ভাসি প্রতীক্ষায় তাহার;
সে নামে না তো পর্বত থেকে সমুদ্র তটে?
মম তৃষ্ণার্তের চেয়েও ভয়ংকর তৃষ্ণার্ত!
নয়তো তাহার সর্বাঙ্গ লোভে!
মম পিপাষু হৃদপিন্ড ক্রন্দন করে অবিরত;
তাহার হাতটি ধরে হেঁটে বেড়াবো হিয়াদ্রী তীরে নীল জোছনায় ভিজে!
নয়তো তাহার সর্বাঙ্গ লোভে!
মম পিপাষু হৃদপিন্ড ক্রন্দন করে অবিরত;
তাহার হাতটি ধরে হেঁটে বেড়াবো হিয়াদ্রী তীরে নীল জোছনায় ভিজে!
মম প্রভাতের নিদ্রা ভাঙ্গিয়া দেখিয়া স্বপন উন্মুক্ত চোখে;
খুজিয়া ফিরি এ ধরনীর বুকে সে আসিবে ছুটিয়া কোন পথে?
মম দগ্ধীতো প্রান বীজ খুজিয়া ফেরে তাহারে;
সে তো স্বার্থবিলাসী সম্পর্কে জড়ায় স্বার্থসিদ্ধির লোভে!
খুজিয়া ফিরি এ ধরনীর বুকে সে আসিবে ছুটিয়া কোন পথে?
মম দগ্ধীতো প্রান বীজ খুজিয়া ফেরে তাহারে;
সে তো স্বার্থবিলাসী সম্পর্কে জড়ায় স্বার্থসিদ্ধির লোভে!
মম নই ধর্ম কূলে কারাদণ্ডিতো আসামি;
মম নিদারুন এক ক্ষুদ্র মানুষ ভালোবাসার কান্ডারী!
মম স্বপন আশার পবিত্র উদ্যানের অতি নগন্য একজন মালী;
তীর্থের কাকে রূপান্তরিত মম প্রতীক্ষায় মোনো মালিনী.....
মম নিদারুন এক ক্ষুদ্র মানুষ ভালোবাসার কান্ডারী!
মম স্বপন আশার পবিত্র উদ্যানের অতি নগন্য একজন মালী;
তীর্থের কাকে রূপান্তরিত মম প্রতীক্ষায় মোনো মালিনী.....
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন