ডুব - (Onindo ) অনিন্দ্য

(Onindo ) অনিন্দ্য

ক্ষুদ্র মনের আকুতির প্রকাশ

Post Top Ad

Your Ad Spot

বুধবার, ২৫ অক্টোবর, ২০১৭

ডুব

তোমার প্রেমের অন্তহীন সাগরে
ডুবে যাবো একান্ত ভালবাসাতে!
দুচোখের দুষ্টুমিতে যখন তখন তোমার ঐ
চাহুনিতে মাতাল অনুভবে ডুবে থাকবো
ক্লান্ত দুপুরের অবেলায়!
অধরের ভেজা শিহরণে ডুবে থাকবো প্রবল তৃষ্ণায়
তোমার লেখা কাব্যর অতল গহীনে
ডুব সাঁতারে শুধু ভাসবো সারাক্ষন!
পড়ন্ত বিকেলের আধো আলোর রঙের
ছোঁয়ায় তোমার বুকে ডুবে রবো অনাবিল প্রশান্তিতে!
সন্ধ্যার নিরালায় কিছুটা আপন সময়ের সাথে
একগুচ্ছ রজনীগন্ধার সুবাসে তোমার হৃদয়ে
ডুবে ডুবে গল্পে মেতে রবো!
গভীর নিস্তব্ধ রাতের নীল জোছনার জলে
তোমার স্পর্শ মেখে ডুবে থাকবো
অনেক প্রতিক্ষার অপুরূপ সেই বাসরে!
আছি তো ডুবে কেবল তোমাতেই
তুমি কি বুঝো না
অনুভব করতে পারো না
তবুও মিশে রও আমারও সনে
আপনের অতি আপন হয়ে
ভালবাসার মিষ্টিসাগরে!

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

রাজনীতির রাক্ষস

রাজ্যোন্নয়নের রীতিনীতি রাজনীতি, বাস্তবে বাংলাদেশে বড় বেদনাদায়ক! রাষ্ট্রের রক্ষায় রাজনীতি, নাকি নষ্টের নিয়মনীতি? কেবা কবে কষ্টের কথাগু...

Post Top Ad

Your Ad Spot