আমার দুয়ার - (Onindo ) অনিন্দ্য

(Onindo ) অনিন্দ্য

ক্ষুদ্র মনের আকুতির প্রকাশ

Post Top Ad

Your Ad Spot

বুধবার, ২৫ অক্টোবর, ২০১৭

আমার দুয়ার

অন্যায় যদি একজনের ক্ষুধা নিবারনের চেষ্টায়;
সৎপথের এক আনার মূল্য কোটি টাকার সমতুল্য!
লোক দেখানো অর্থ চাই না হে বিধাতা;
এতে নাইবা হোলো মোর জীবন গোছানো!!!
লোভ ছিলো সংসারের নারী সঙ্গের লালসা;
বুঝিতে পারলাম যেদিন নিজে না খেয়ে খাওয়ালাম এক বৃদ্ধা!!
এর পর বাড়লো দুই এতিম কে বুকে নিয়ে শান্তির প্রত্যাশা;
আমি লোভী সেই অসহায়দের দেয়া ভালোবাসা.....
আজ আমি রহস্যমানব পরিচিত মহলে;
যাই কিছু হোক রক্তের চেয়ে আপনজন মানবতায় মিলে!!
প্রান খোলা হাসি দেখি আত্মার বন্ধনে;
নেই ছলনা বা লোভ তারা খুশি বড়দা বাড়ি আসছে বলে....
জানি আমি আমার উপার্জনের ক্ষমতা;
ধিক্কার তাই মুখোশ পরা সমাজের মূর্খতা!
স্বল্প অর্থ দিয়ে এতিম বৃদ্ধার খাদ্যের ব্যবস্থার চেষ্টা!!!
হয়তো কষ্ট হয় কিন্তু শান্তিই ওই প্রান খোলা হাসির মায়া...
লোক চক্ষুর অন্তরালে আমার ব্যার্থতা.
সৃষ্টিকর্তাই জানেন দুস্থদের জন্য আমার চেষ্টা!!
যদি হয় তোমাদের মা বাবা তোমাদের কাছে বোঝা;
পাঠিয়ে দাও মোর কাছে বুক জুড়ে আছে জায়গা ...
আমি উদয় রহস্যময় তোমাদের কাছে...
জেনে নিও সমুদ্র তলে পান্না চুনীও মিলে...

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

রাজনীতির রাক্ষস

রাজ্যোন্নয়নের রীতিনীতি রাজনীতি, বাস্তবে বাংলাদেশে বড় বেদনাদায়ক! রাষ্ট্রের রক্ষায় রাজনীতি, নাকি নষ্টের নিয়মনীতি? কেবা কবে কষ্টের কথাগু...

Post Top Ad

Your Ad Spot