দেখা - (Onindo ) অনিন্দ্য

(Onindo ) অনিন্দ্য

ক্ষুদ্র মনের আকুতির প্রকাশ

Post Top Ad

Your Ad Spot

বুধবার, ২৫ অক্টোবর, ২০১৭

দেখা

লিখে যাই সাদা কাগজে;
কালো রং মাখিয়ে কিছু সপ্ন!
আকাশ মেঘে রং যেখানে সবুজ;
তোর ছবিটাই ভিন্ন শুধু...
সাগর তীরের বালুময় রাস্তায়;
তুই আছড়ে পরা ঢেউয়ের সুর!
দুর দিগন্তের সীমারেখায় দেখতে পাই;
তোর হাসির এক চিলতে দুষ্ট রোদ্দুর....
ঈশ্বর জানেন তুই আমার;
আমি তোর সময়ের খেলার পুতুল!
তাই প্রার্থনায় চাই তোরে;
ঈশ্বর কিছু তোরে বলুক....
জীবনের সুখ তোর হাসি;
অল্প রাগে চোখে অভিমান!
ছিঁড়ে ছিন্ন হয়ে যায় বুকের ভেতর;
তোর চোখের কোনে দেখে মুক্তোর স্রোত বান ...
নেই ভাষা বোঝানোর....
ব্যাথা বুকে তোরে হারানোর...
গল্প মিথ্যা নিয়ে সত্য রুপে...
মেরে ফেলেছে মসজিদ সমান সম্পর্ক.....
দেখতে চাই আসুক আর এক...
স্বর্ণ ঘোড়ায় চড়া রাজপুত্র....

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

রাজনীতির রাক্ষস

রাজ্যোন্নয়নের রীতিনীতি রাজনীতি, বাস্তবে বাংলাদেশে বড় বেদনাদায়ক! রাষ্ট্রের রক্ষায় রাজনীতি, নাকি নষ্টের নিয়মনীতি? কেবা কবে কষ্টের কথাগু...

Post Top Ad

Your Ad Spot