বৃষ্টি - (Onindo ) অনিন্দ্য

(Onindo ) অনিন্দ্য

ক্ষুদ্র মনের আকুতির প্রকাশ

Post Top Ad

Your Ad Spot

বুধবার, ২৫ অক্টোবর, ২০১৭

বৃষ্টি

আজ কি দারুণ বৃষ্টি!
সেই সাথে ঝড়ো বাতাস!
মন করে দেয় উদাস!
মনের আর দোষ কি?
তুমি আর আমি
বেশ তো হলো জানি!
সেই তুমি এই আমি,
বেশ তো হলো মানি!
তুমিতে আর দোষ কি বলো?
বাংগালী মনের কৃপণতা হলো।
একটি "তুমি"তে আছে অনেক প্রত্যাশা,
আছে তো অনেক মধুরতা!
মনে কিছু আকূলতা,
হৃদয়ের ব্যকুলতা!!
বাইরে কি দারুণ বৃষ্টি!
তুমি, আমি, বৃষ্টি হলো কবিতা সৃষ্টি!

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

রাজনীতির রাক্ষস

রাজ্যোন্নয়নের রীতিনীতি রাজনীতি, বাস্তবে বাংলাদেশে বড় বেদনাদায়ক! রাষ্ট্রের রক্ষায় রাজনীতি, নাকি নষ্টের নিয়মনীতি? কেবা কবে কষ্টের কথাগু...

Post Top Ad

Your Ad Spot