কিছু কান্না সুখের হয়,
কিছু কান্না দুঃখের!
আবার কেউ কাঁদে অভিনয়ে
কেউ নিজের কার্য হাসিলে!
কেউ নিজের কার্য হাসিলে!
কদিন ধরেই কাঁদছে আকাশ,
বইছে শুধু ঝড়ো বাতাস।
বইছে শুধু ঝড়ো বাতাস।
প্রকৃতির মাঝে অনেক অনাচার
বৃষ্টির জলে বুঝি হবে পরিস্কার!
বৃষ্টির জলে বুঝি হবে পরিস্কার!
মাঝে মাঝে কেবল
উদভ্রান্ত হয়ে ছুটে বেড়াই।
উদভ্রান্ত হয়ে ছুটে বেড়াই।
কি যে হয় বুঝি না কিছু,
পাগল মনটা বুঝে না কিছু।
পাগল মনটা বুঝে না কিছু।
চারিদিকে কেবল ভন্ডতা,
মুখে মুখেই ভালোবাসার বারতা।
মুখে মুখেই ভালোবাসার বারতা।
অন্যের সততার নেই কোন দায়,
নিজের হয় -জয় হলেই হয়।
নিজের হয় -জয় হলেই হয়।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন