স্বার্থপরতা - (Onindo ) অনিন্দ্য

(Onindo ) অনিন্দ্য

ক্ষুদ্র মনের আকুতির প্রকাশ

Post Top Ad

Your Ad Spot

রবিবার, ২২ অক্টোবর, ২০১৭

স্বার্থপরতা

কিছু কান্না সুখের হয়,
কিছু কান্না দুঃখের!
আবার কেউ কাঁদে অভিনয়ে
কেউ নিজের কার্য হাসিলে!
কদিন ধরেই কাঁদছে আকাশ,
বইছে শুধু ঝড়ো বাতাস।
প্রকৃতির মাঝে অনেক অনাচার
বৃষ্টির জলে বুঝি হবে পরিস্কার!
মাঝে মাঝে কেবল
উদভ্রান্ত হয়ে ছুটে বেড়াই।
কি যে হয় বুঝি না কিছু,
পাগল মনটা বুঝে না কিছু।
চারিদিকে কেবল ভন্ডতা,
মুখে মুখেই ভালোবাসার বারতা।
অন্যের সততার নেই কোন দায়,
নিজের হয় -জয় হলেই হয়।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

রাজনীতির রাক্ষস

রাজ্যোন্নয়নের রীতিনীতি রাজনীতি, বাস্তবে বাংলাদেশে বড় বেদনাদায়ক! রাষ্ট্রের রক্ষায় রাজনীতি, নাকি নষ্টের নিয়মনীতি? কেবা কবে কষ্টের কথাগু...

Post Top Ad

Your Ad Spot