নিলাম - (Onindo ) অনিন্দ্য

(Onindo ) অনিন্দ্য

ক্ষুদ্র মনের আকুতির প্রকাশ

Post Top Ad

Your Ad Spot

শুক্রবার, ২০ অক্টোবর, ২০১৭

নিলাম


মনটাকে আমি করেছি নিলাম!
আত্মিক শুদ্ধতা আমার কাম্য নয়,
মনের শান্তিই অনেক বড় হয়!
মন আমার বারে বারে হয় যে চুরি!
ভালোবাসায় নেই যে জুড়ি!
নিজের জায়গা ঠিক রেখে সব কিছু করি!
প্রীতি, ভালোবাসায় নেই দোষের কিছু!
যে কোন সময়,যে কারো নেয় সে পিছু!
আড্ডা, রঙ তামাশা না হয় হবে কিছু!
অন্যের মনের সততার দাম দিয়ে কি হবে?
নিজের সুখ টুকু কেড়ে নিতে হবে!
এভাবেই বুঝি জীবনের বেলা কেটে যাবে!

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

রাজনীতির রাক্ষস

রাজ্যোন্নয়নের রীতিনীতি রাজনীতি, বাস্তবে বাংলাদেশে বড় বেদনাদায়ক! রাষ্ট্রের রক্ষায় রাজনীতি, নাকি নষ্টের নিয়মনীতি? কেবা কবে কষ্টের কথাগু...

Post Top Ad

Your Ad Spot