তিন শব্দে আপন করো, তিন শব্দে পর,,
সারা জীবন করলাম ঘর,রইলাম তবু পর।।
চার দেয়ালের ঘরে থেকেও হয় না ঘর বাধা,,
পাশাপাশি চলেও তবু হয় না সাথী হওয়া।।
সুখী হতে আর কি লাগে,ছোট্ট এক নীড়,,
বললে কি হয় একটু না হয় বললে ভালবাসি।।
ভালবাসি বললেই কি হয় গো মন পাওয়া,,
তবুও না হয় মিথ্যে নাটক নিজের সাথে করা।।
দিন কাটালাম মাস কাটালাম,করলাম বছর পার,,
আর কবে পাব বলো,হৃদয়ের আসন তোমার??
সইতে নারি এই অবহেলা,কি করব বলো আর,,
এবার না হয় তোমায় ছেড়ে,চলেই যাই পরপার........
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন