শত বর্ষ পর কোনো এক সূর্যের দিনে জেগে দেখি
বৃষ্টি নামোতে পারিনি নগরে, দীর্ঘ কোলাহলে
ডানা ভেঙে মরে গেছে নীল প্রজাপতি সেই কবে
তবু পিপাসার সমুদ্র ঠোঁটে নিয়ে পথ হাঁটি ঠিকানাবিহীন
আর দিঘল চুলের ভাঁজে অবিরাম মেঘ রেখে
বৃষ্টি নামাতে চাই ঝমঝম, ইটের শহরে........
বৃষ্টি নামোতে পারিনি নগরে, দীর্ঘ কোলাহলে
ডানা ভেঙে মরে গেছে নীল প্রজাপতি সেই কবে
তবু পিপাসার সমুদ্র ঠোঁটে নিয়ে পথ হাঁটি ঠিকানাবিহীন
আর দিঘল চুলের ভাঁজে অবিরাম মেঘ রেখে
বৃষ্টি নামাতে চাই ঝমঝম, ইটের শহরে........
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন