ভালবাসার অন্য অর্থ কি?মৃত্যু কষ্টসম যন্ত্রনা??নাকি তার চেয়েও বেশি কিছু???কতটা পথ পেরুলে তোমাকে পাবার পথটা ক্রমশ কমে আসবে?কতটা অশ্রুজল ফেললে,সুখ সাগরের ওপারের সীমান্ত আমি দেখতে পাব??আর কত কষ্ট সইলে আমি সুখের হাসি হাসতে পারব প্রাণ খুলে???
ভালবাসার মানুষ গুলো এসব জেনে বুঝেও কেন ভালবাসে?কেন চোরাবালির অতলে তলিয়ে যায় ইচ্ছে করে??কেন মৃত্যুসম কষ্টকে বেছে নেয় সুখের নামে???
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন