বাংলা ভাষা - (Onindo ) অনিন্দ্য

(Onindo ) অনিন্দ্য

ক্ষুদ্র মনের আকুতির প্রকাশ

Post Top Ad

Your Ad Spot

মঙ্গলবার, ৭ নভেম্বর, ২০১৭

বাংলা ভাষা

মায়ার বাঁধন এ কেমন?
আমি হলাম তাতে বিবাগী!
না লেগেছে কালেমা!
না পুরোহিতের বিয়ের মন্ত্র বুলি!
এ যেনো এক স্বর্গীয় বাসর;
শব্দের আর মনুষ্য সঙ্গমে!
এমন মধুর সম্পর্ক তো;
পাইনি খুজে বিশ্ব বা অন্য জাত কূলে?
ধন্য আমি বাংলাদেশী;
মাতৃভাষা পেয়েছি তার বদৌলতে!
এ ভাষায় আছে ঁ চন্দ্রবিন্দু যার;
আঁখিতে শুভ্র সমুদ্র আর কালো জলে নদী মেলে!
ম-তে মা ডাকটা যেনো;
মেলায় জন্মের আত্মতৃপ্তি!
আরো মধুর ভাষা লাগে শুনতে;
সোনার বাংলা তোমায় ভালোবাসি কানে এলে!
এই ভাষা অর্জনেতে মোরা হারিয়েছি;
অজস্র ভাষা শহীদ সৈনিক!
তাই তো পেয়েছি সম্মান অনেক;
হোলো তাই সে বিশ্ব দরবারে ভাষা আন্তর্জাতিক!
্য(য্ফলা)আর া(আকার) ো(ও কার);
সম্পর্কের চিড়ো যুগবাণী !
ি(ঋসিকার) আর ে(একার) ু(রোসূকার);
অমর ভালোবাসার প্রতিধ্বনি!
হ্যাঁ আমি এক ক্ষুদ্র বালুকণা;
জ্ঞানী এ দেশের মহাজ্ঞানী সমুদ্রে!
ভুল ত্রুটিতে চাইছি ক্ষমা;
যদি কোনো অপরাধ হয়ে থাকে?
হ্যাঁ কেউ যদি মোরে পাগল বলে;
ভাষার ভালোবাসায় পাগল আমি!
বাংলা ভাষা কবিতার মা;
সেই ভাষায় লিখে নেশায় মাতাল হয়েছি!
আমি চরিত্রহীন শব্দের ছন্দ মোহ জ্বালে;
তাই হয়ে যাই লম্পোট আমি শব্দের সহবাসে....
মনুষ্য তো ফানুস মাত্র;
কায়া চলে যায় দুর আকাশে অজানার দেশে....
তবুও লিখে যাই নিজ ভাষার মোহে;
বাংলা ভাষা তোমায় ভালোবাসি বলে!

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

রাজনীতির রাক্ষস

রাজ্যোন্নয়নের রীতিনীতি রাজনীতি, বাস্তবে বাংলাদেশে বড় বেদনাদায়ক! রাষ্ট্রের রক্ষায় রাজনীতি, নাকি নষ্টের নিয়মনীতি? কেবা কবে কষ্টের কথাগু...

Post Top Ad

Your Ad Spot