লহ্ম্য বিহীন স্বপ্নের কি মানে?অথবা স্বপ্নবিহীন ভালবাসার?বেঁচে থেকে কি লাভ যদি বাঁচতেই না পারি?স্বপ্ন ছাড়া বেঁচে কি লাভ যদি সুখের সন্ধান না'ই পেলাম?
সুখের জীবন পেতে হলে,বাঁচার মত বাঁচতে চাইলে স্বপ্ন দেখতেই হবে।।মেঘ ছোঁয়ার স্বপ্ন দেখলেই হিমালয় ছোঁয়া যায়।।পাবো না বলে,স্বপ্নই দেখব না ---এ কেমন কথা!!
স্বপ্নীল জীবন পাওয়া না গেলেও কিছুটা স্বপ্ন সত্যিও তো হয়।এটুকু আশায় বুক বেধে স্বপ্ন না দেখলে হয়ত বাঁচা যায়,কিন্তু বেঁচে থাকা যায় না।নদীর শান্ত স্রোতে ভেসে থাকা সুখ নয়।চরম স্রোত ভেসে দিগন্ত ছোঁয়ার স্বপ্ন দেখার নামই সুখ......
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন