মিটে গেল একজোড়া প্রেমের লেনাদেনা
পথ হলো দুজনার অচেনা
শুরু হলো একলা জীবনের সূচনা
যেমন তরো অগোছালো সুতোর গোছা
যায় না তারে বেঁধে ফেলা!
পথ হলো দুজনার অচেনা
শুরু হলো একলা জীবনের সূচনা
যেমন তরো অগোছালো সুতোর গোছা
যায় না তারে বেঁধে ফেলা!
ছিল তো হাসিখুশি নানা রঙে
মনে মনে ভালবাসায় স্বপ্ন বোনা
উড়ে উড়ে ভালবাসার পাখায় করে
কাটতো দিন সোহাগে আদরে
সইলো না তো সেই সুখ
ভরলো তাদের দুঃখে বুক!
মনে মনে ভালবাসায় স্বপ্ন বোনা
উড়ে উড়ে ভালবাসার পাখায় করে
কাটতো দিন সোহাগে আদরে
সইলো না তো সেই সুখ
ভরলো তাদের দুঃখে বুক!
ভাললাগা সময়ের অনন্য ক্ষনটুকু
বেড়াতো তারা পাশাপাশি
হাতে রেখে হাত
মনের খুব কাছে এ যেন প্রেমের সুধামাখা
বিলাসি কাব্যর নায়ক নায়িকা
মুগ্ধতার রেশ ফেলতো তারা
সকলের নয়ন পানে!
বেড়াতো তারা পাশাপাশি
হাতে রেখে হাত
মনের খুব কাছে এ যেন প্রেমের সুধামাখা
বিলাসি কাব্যর নায়ক নায়িকা
মুগ্ধতার রেশ ফেলতো তারা
সকলের নয়ন পানে!
এত ভালবাসা এত মায়া
মিলনের পূর্নতা যেখানে ছিল অবিচল
আর যেন অধরের পরশ মেখে দেয়া মোহনিয়ো
কামিনীর সুবাসে মাতাল তারা নিশিদিন
জোছনার জলের আদলে ভিজতো
রজনীর মায়াবী মিলনে!
মিলনের পূর্নতা যেখানে ছিল অবিচল
আর যেন অধরের পরশ মেখে দেয়া মোহনিয়ো
কামিনীর সুবাসে মাতাল তারা নিশিদিন
জোছনার জলের আদলে ভিজতো
রজনীর মায়াবী মিলনে!
হয়ে গেল একদা বিচ্ছেদের কালো মেঘের
আতকা ঝড়ে সব ওলটপালোট
বিরহী কাজল যেন কিছুতেই মুছলো না
গলে পড়লো কেবল অশ্রু শতদল
শুধু বাড়তেই লাগলো
কষ্টের বুকফাটা শত আর্তনাদ
হলো বিশ্বাসের অমর্যাদা
শুরু হয়ে গেল
সংদেহের মরণ ফাঁদ
তবে হবেই বা না কেন সেই সম্পর্কের ইতি!
আতকা ঝড়ে সব ওলটপালোট
বিরহী কাজল যেন কিছুতেই মুছলো না
গলে পড়লো কেবল অশ্রু শতদল
শুধু বাড়তেই লাগলো
কষ্টের বুকফাটা শত আর্তনাদ
হলো বিশ্বাসের অমর্যাদা
শুরু হয়ে গেল
সংদেহের মরণ ফাঁদ
তবে হবেই বা না কেন সেই সম্পর্কের ইতি!
তবু যেন মন মানতে চায় না
কত কথা কয় পাগলমন যদি হয় তারা একই
পথের হারানো পথিক
হতো তবে দুজনে আবার পাশাপাশি চলতে থাকা
মধুময় অনিন্দ্য সেই শুভক্ষন
কেন জানি হলো না
দুটি পথ বেয়ে চললো তারা যেন কেবল বেঁচে থাকা
মনমরা দুটো প্রান
ভালবাসা হীনা হৃদয়ের
নির্বাক চাহুনির এক অদৃশ্য বলয়!
কত কথা কয় পাগলমন যদি হয় তারা একই
পথের হারানো পথিক
হতো তবে দুজনে আবার পাশাপাশি চলতে থাকা
মধুময় অনিন্দ্য সেই শুভক্ষন
কেন জানি হলো না
দুটি পথ বেয়ে চললো তারা যেন কেবল বেঁচে থাকা
মনমরা দুটো প্রান
ভালবাসা হীনা হৃদয়ের
নির্বাক চাহুনির এক অদৃশ্য বলয়!
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন