আমি আজ নিরব শান্ত
নেই কোন ক্লান্ত
নেই কোন বিবেকের বিপাক
নেই কোন বিচার বিশ্লেষণ।।
নেই কোন বিবেকের বিপাক
নেই কোন বিচার বিশ্লেষণ।।
আমি আজ নির্বাক
ভাষা আছে মূখে তবু কেন আজ নিষ্চুপ
মন আছে নেই কেন আজ সবই জ্বীর্নের স্তুব।।
ভাষা আছে মূখে তবু কেন আজ নিষ্চুপ
মন আছে নেই কেন আজ সবই জ্বীর্নের স্তুব।।
আমি আজ প্রস্থ
আমার নেই কোন ভয় আছে অন্তহীন প্রত্যয়
আমার নেই কোন শাসন আপনার মনেরই আশ্রয়।।
আমার নেই কোন ভয় আছে অন্তহীন প্রত্যয়
আমার নেই কোন শাসন আপনার মনেরই আশ্রয়।।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন