পাশাপাশি-কাছাকাছি - (Onindo ) অনিন্দ্য

(Onindo ) অনিন্দ্য

ক্ষুদ্র মনের আকুতির প্রকাশ

Post Top Ad

Your Ad Spot

শনিবার, ৪ নভেম্বর, ২০১৭

পাশাপাশি-কাছাকাছি


নিরবতারও ভাষা আছে,মৌনতারও কিছু শব্দ আছে,যেমন করে নদীর নিরবতা বুঝিয়ে দেয়,,,
কত ব্যথা নিয়ে সে আকাশকে বুকে নিয়ে বেঁচে
রয় আজীবন।।
ভালবাসার অর্থ এতই বিশাল,এতই সীমাহীন,,যার অনুভূতি হয় স্পর্শহীন।।ভালবাসার পূর্ণতা কি প্রাপ্তিতে!
ভালবাসার অর্থ খুঁজো ---ঐ পাহাড় আর মেঘের কাছে,ঐ সমুদ্র আর দিগন্তের কাছে বা ঐ নদীর বুকে আকাশকে দেখে,,,যারা এক হয়েও এক হতে পারে না কোন দিন।তবুও ভালবেসে রয়ে যায় চিরদিন পাশাপাশি --কাছাকাছি।।
ভালবাসাকে বুঝতে চাইলে,,,
নিরবতার ভাষাকে চেনো
মৌনতার শব্দকে শুনো.......

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

রাজনীতির রাক্ষস

রাজ্যোন্নয়নের রীতিনীতি রাজনীতি, বাস্তবে বাংলাদেশে বড় বেদনাদায়ক! রাষ্ট্রের রক্ষায় রাজনীতি, নাকি নষ্টের নিয়মনীতি? কেবা কবে কষ্টের কথাগু...

Post Top Ad

Your Ad Spot