আমি যখন খুব ছোট ছিলাম আমার পাশের বাড়ির একটা মেয়ে ছিলো নাম পুষ্প, ওর সাথে আমি অনেক খেলাধুলা করতাম। একদিন ওর সাথে পুতুলের বিয়ে খেলা খেলতে ছিলাম। ছোট্ট একটা কারনে জেদ করে পুতুলের বিয়েটা আমি ভেঙ্গে ফেলি (আমি ছোট বেলায় একটু জেদি ছিলাম) ভেঙ্গে ফেলার পর সে অভিমানে অনেকক্ষন কান্না কাটি করলো কিন্তু তার কোন অভিযোগ ছিলো না, কেন আমি তার পুতুলের বিয়েটা ভেঙ্গে ফেললাম। আমার সব জেদ গুলো সে এভাবেই মেনে নিতো। এমনি দিনে দিনে জানি না কখন যে ও আমার মনে বাসা বেধেছে বুজতেই পারিনি। জিবনের প্রয়োজনে ওকে বুজেছি যখন তখন ও আর দেশে নেই, ওর বাবার সাথে ও ইংল্যান্ড চলে যায় । এভাবে চলে যায় অনেকটা বছর, জানি না তার ছোট্ট বেলার আমার কথা মনে আছে কিনা । হয় তো বড় হয়ে তার মনের মধ্যে অন্য কারো ছায়া পরেছে। তবু ও স্বপ্ন দু ‘চোখ ভরে আসবে সে এই মনে এভাবেই জিবন ভয়ে চলেছে।
Post Top Ad
Your Ad Spot
মঙ্গলবার, ৩১ অক্টোবর, ২০১৭
এতে সদস্যতা:
মন্তব্যগুলি পোস্ট করুন (Atom)
রাজনীতির রাক্ষস
রাজ্যোন্নয়নের রীতিনীতি রাজনীতি, বাস্তবে বাংলাদেশে বড় বেদনাদায়ক! রাষ্ট্রের রক্ষায় রাজনীতি, নাকি নষ্টের নিয়মনীতি? কেবা কবে কষ্টের কথাগু...
Post Top Ad
Your Ad Spot
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন