এখানে হেভি রেইন হলো
তোমাকে অনেক মিস করছি
আঝোর বৃষ্টি আর তোমার সাথে গল্প করছি
আসবেনা এমন একটা দিন?
এক পশলা বৃষ্টির মত তোমাকে অনুভব করব
কখনো দমকা হাওয়ার মত তোমাকে শরীরে ছুইয়ে নেব
আর কখনো রোদের তাপে শরীর পুড়িয়ে নেব একসাথে
বুকে বুক মিলিয়ে প্রানটা জুড়িয়ে নেব
আসবে কি তুমি, ভাসবে কি সাগরে?
নাকি ইচ্ছেডানায় ভর করে সুনীল আকাশে?
আচ্ছা বালুচরে হাতে হাত রেখে হাঁটলে কেমন হয়?
তোমাকে অনেক মিস করছি
আঝোর বৃষ্টি আর তোমার সাথে গল্প করছি
আসবেনা এমন একটা দিন?
এক পশলা বৃষ্টির মত তোমাকে অনুভব করব
কখনো দমকা হাওয়ার মত তোমাকে শরীরে ছুইয়ে নেব
আর কখনো রোদের তাপে শরীর পুড়িয়ে নেব একসাথে
বুকে বুক মিলিয়ে প্রানটা জুড়িয়ে নেব
আসবে কি তুমি, ভাসবে কি সাগরে?
নাকি ইচ্ছেডানায় ভর করে সুনীল আকাশে?
আচ্ছা বালুচরে হাতে হাত রেখে হাঁটলে কেমন হয়?
তোমার যেটাই ভালো লাগুক বেছে নিও
শুধু সাথে রেখো আমাকে
যেন চোখে চোখে রাখতে পারি তোমাকে
তোমার ভেতরের শিশুটাকে তো দেখেছি আমি
তাই কোনোদিন এটুকু ভয় পেতে দেবনা
আগলে রাখব আমার শূন্যতার অসীম শক্তি দিয়ে
বেধে রাখব অদৃশ্য সূতার শক্ত-গাড়-গভীর বন্ধনে
শুধু সাথে রেখো আমাকে
যেন চোখে চোখে রাখতে পারি তোমাকে
তোমার ভেতরের শিশুটাকে তো দেখেছি আমি
তাই কোনোদিন এটুকু ভয় পেতে দেবনা
আগলে রাখব আমার শূন্যতার অসীম শক্তি দিয়ে
বেধে রাখব অদৃশ্য সূতার শক্ত-গাড়-গভীর বন্ধনে
কখনো দম বন্ধ লাগলে সুতোটায় ঢিল দিও
জানি
কখনো ঢিলে কখনো তীব্র শক্ত বন্ধন- দুটোই তুমি চাও
প্রচণ্ড ভীতু আমিও জানি
বারবার তুমি আছড়ে পড়বে আমার বুকের খোলা জমিতেই
সেই জমি ক্ষতবিক্ষত করে চাষ করে রেখেছি শুধু তোমারি জন্য
জানি
কখনো ঢিলে কখনো তীব্র শক্ত বন্ধন- দুটোই তুমি চাও
প্রচণ্ড ভীতু আমিও জানি
বারবার তুমি আছড়ে পড়বে আমার বুকের খোলা জমিতেই
সেই জমি ক্ষতবিক্ষত করে চাষ করে রেখেছি শুধু তোমারি জন্য
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন