না বলা মনের কথাগুলো
আজ কবিতায় বললাম!
অনেক সুখের একচিলতে
বিকেল তোমায় দিলাম!
ঝরা বকুলের সুবাসটুকু
তোমায় ভরালাম!
মুছে যাওয়া স্মৃতি,
ভালোবাসায় আবারো বাঁধলাম,
দুঃখের সাতকাহন খুলে বসলাম
জমানো বেদনার কিছুটা না হয়
তোমাকে দিলাম!
অমলিন হাসির ঝলকে
রঙিন স্বপ্নরূপে
মনের মতো করে তোমাকে সাজালাম!
অনেক ভিড়ের মাঝে
ঠিক তোমাকে চিনে নিলাম!
সবই মনের গাঁথামালার
কাব্যকথা!
ভাবতে ভাবতে পার হলো অনেকটা বেলা,
তোমার জন্য হৃদয় অলিন্দে,
সবকথা কবিতারর ছন্দে মনের পাতায়
লিখে দিলাম!
অনেক সুখের একচিলতে
বিকেল তোমায় দিলাম!
ঝরা বকুলের সুবাসটুকু
তোমায় ভরালাম!
মুছে যাওয়া স্মৃতি,
ভালোবাসায় আবারো বাঁধলাম,
দুঃখের সাতকাহন খুলে বসলাম
জমানো বেদনার কিছুটা না হয়
তোমাকে দিলাম!
অমলিন হাসির ঝলকে
রঙিন স্বপ্নরূপে
মনের মতো করে তোমাকে সাজালাম!
অনেক ভিড়ের মাঝে
ঠিক তোমাকে চিনে নিলাম!
সবই মনের গাঁথামালার
কাব্যকথা!
ভাবতে ভাবতে পার হলো অনেকটা বেলা,
তোমার জন্য হৃদয় অলিন্দে,
সবকথা কবিতারর ছন্দে মনের পাতায়
লিখে দিলাম!
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন