আমি আমাতে - (Onindo ) অনিন্দ্য

(Onindo ) অনিন্দ্য

ক্ষুদ্র মনের আকুতির প্রকাশ

Post Top Ad

Your Ad Spot

বুধবার, ১ নভেম্বর, ২০১৭

আমি আমাতে

আজকাল স্বপ্নগুলোও বড্ড পর হয়ে গেছে,
সব যেন কিভাবে দূরে সড়ে গেছে।
আসে না কাছে, বসে না পাশে,
চাইলেই দেয় না ধরা মনের মাঝে!
কে বা আপন, কে বা পর, তাই বোঝাই দুস্কর,
আপন পরের দ্বন্দ্বে ভেসে যায় সব অনুভূতি।
মুখোসের আড়ালে ঢেকে যায় প্রিয় মুখগুলি,
কষ্ট বুকে নিয়ে নিয়ে খুঁজি অর্জিত সুখগুলি।
হায়রে জীবন , হায়রে মানুষ,
এভাবেই বুঝি হয়ে যাই মোরা অমানুষ।
যে যার সুখ খুঁজে নিতে ব্যস্ত সদাই,
স্বার্থের নেশায় সব মত্ত হয়ে যাই।
চোখ বুজলেই শেষ হবে যে সব বাহাদুরি,
তবুও অহঃর্নিশি করি যে আমরা আহামরি।
প্রিয়জনেরা সব থাকে মুখোসের অন্তরালে,
এরাই আবার আপন ছিলো কোন এক কালে।
মাঝে মাঝে ভাবি, আমিও অমন হবো,
কালের আবর্তে গা ভাসিয়ে যাবো।
মনের সততা সব দেবো এবার আত্মাহুতি,
এভাবেই খুঁজে নেব মনের সব আকুতি।
এভাবেই মিশে রইবো আমি আমাতে,
কিছু না হয় রইবে গভীরে সংগোপনে।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

রাজনীতির রাক্ষস

রাজ্যোন্নয়নের রীতিনীতি রাজনীতি, বাস্তবে বাংলাদেশে বড় বেদনাদায়ক! রাষ্ট্রের রক্ষায় রাজনীতি, নাকি নষ্টের নিয়মনীতি? কেবা কবে কষ্টের কথাগু...

Post Top Ad

Your Ad Spot